দীর্ঘ দিন তেমন কোন সমস্যা মনে হয় নি।
আমার মনে হয় নি কেউ আমাকে মনে করছে।
কিছু বলছে।
ডাকছে বা কিছু।
কিন্তু আজ…
হঠাৎ বুকের বা পাশে খুব ব্যাথা।
খুব… ব্যাথা।
কেউ ডাকছে, কিছু বলছে।
কিছু হয়েছে।
অথবা আমি অসুস্থ ।
কিন্তু এমনটা কেন মনে হবে আমি জানিনা।
আমার এমন কেউ নেই যে আমাকে ডাকবে।
আমার এমন কেউ নেই যে আমাকে চাইবে।
আমাকে মনে করবে।
আমার কেউ নেই।
কখনো ছিলো না।
আমি একা ছিলাম।
একা আছি।
আজ কেন তবে এমন শূন্য শূন্য লাগে।
আজ কেন তবে বুকের মাঝে এতো ব্যাথা,
আজ কেন তবে মনে হয় আমার প্রিয় কেউ কষ্ট পাচ্ছে।
যেখানে আমার সব প্রিয় মানুষ আমার পাশেই আছে।
যদি কেউ সত্য আমাকে মনে করে কষ্ট পায়,
তবে তাকে আমি দেখতে চাই।
এক বার।
শুধু একবার তাকে দেখতে চাই।
-সুগার টি
