খারাপ চাওয়াতে কি বা আসে যায় যখন প্রজাতির ডানায় সব হয়।
খুব প্রয়োজনীয় বিষয় নয় প্রতিশোধ,
নিজ হাতে করতে হয় না কিছুই।
প্রতিশ্রুতি আর প্রতিশোধ মধ্যে শব্দের আদান-প্রদান চালানোর জন্য জন্য যা প্রয়োজন,
তা হলো অপেক্ষা।
প্রতিশ্রুতি ভঙ্গ হয় কিছু মানুষ প্রতিশোধ চায়।
আমি চাই অপেক্ষা।
কোনো ক্ষুদ্র ঘটনার ফলে ভবিষ্যতে এর বৃহদাকার প্রভাব সৃষ্টি হয়।
খুব ক্ষুদ্র ঘটনার পরিনামেঅনাকাঙ্ক্ষিত প্রলয় সৃষ্টি হয়।
এর জন্য কিছুই করতে হয় না।
গঠনের সঠিক সময়, সঠিক পথ অবলম্বন করাই যথেষ্ট।
যা ব্যক্তি নিজেই করে।
আমার প্রর্থনাতে থাকে তারা জেন তাদের পথে দ্রুত বাধাহীন ভাবে এগিয়ে যেতে পারে।
কখনই নিজেকে তাদের সর্বনাশের সর্বশেষ পেরেক হতে দিতে চাই না।
পেরেক তারা নিজেরাই হবে।
পেরেক তারা নিজেরাই দিবে।
প্রার্থনায় তাদের জন্য খারাপ চাই না,
তাদের খারাপ করা সুযোগ পেলেও করব।
তবে অপেক্ষা করে দেখে যাব৷
দূর থেকে মুসকি একটা হাসি দেব।
আর বলব আমার জন্য তোমার কোন ক্ষতি হয়নি,
কখনো ক্ষতির প্রার্থনা করি নি।
কখনো ক্ষতির চেষ্টা করি নি।
তবুও তুমি তোমার বাটারফ্লাই ইফেক্ট পেয়ে গিয়েছো।
অপেক্ষা শুধু অদেখা সেই সময়ের।
-সুগার টি